- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

সোহেল রানা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার অধিকাংশ রাস্তা ভেঙে বেহাল দশা। সড়ক ও যোগাযোগ ব্যবস্থা কুষ্টিয়া প্রাগপুর সড়কের অধিকাংশই যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝুকি নিয়েই চলেছে অধিকাংশ যান। কুষ্টিয়ার সর্ববৃহৎ থানা দৌলতপুর । দৌলতপুরের একমাত্র যোগাযোগ সড়ক, কুষ্টিয়া প্রাগপুর ও মহিষ কুন্ডি মহাসড়ক। দীর্ঘদিন যাবৎ মেরামতের অভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । তারপরেও অসম্ভবকে সম্ভব করে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে বৃহত্তর অঞ্চলের জনগণ । এ বিষয়ে এক ভুক্তভোগী জানায়, দীর্ঘদিন যাবৎ দৌলতপুর , মহাসড়কের কোনো কাজ না হওয়ায় এই বেহাল দশা। সর্বশেষ ২০১৬ সালে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে, দৌলতপুর প্রাগপুর মহাসড়কটি সংস্কার করা হয়েছিল। জোড়া তাড়া ছাড়া তেমন কোন চোখে পড়ার মতো কাজ হয়নি এ সড়কে।সরেজমিনে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া-প্রাগপুর, কুষ্টিয়া-মহিষকুন্ডি মহাসড়কে প্রতিদিন ঝুকি নিয়ে কয়েক শত যানবাহন চলাচল করছে। ঘটছে দূর্ঘটনা, ঝরছে প্রাণ তবুও টনক নড়ছেনা কর্তৃপক্ষের, আর কত? দুর্ঘটনাও প্রাণ গেলে নড়েচড়ে বসবে সড়ক বিভাগ তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। কয়েক জন ভুক্তভোগী গাড়ী চালক জানায়, জীবিকার তাগিদে যান চলাচলের অনুপযোগী হওয়া সত্বেও জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত আমাদের চলতে হচ্ছে, এই সড়কে,পড়তে হচ্ছে দুর্ঘটনায়। আশার বানী এটায় দৌলতপুর প্রাগপুর মহাসড়ক মেরামতের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়।অথচ স্বংস্কারের কোন ফলপ্রশু উদ্যোগ চোখেপড়ে না।দৌলতপুর থানার বিভিন্ন স্তরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে রাস্তা মেরামত দাবি জানালেও, কোন ফায়দা হচ্ছে না। তাদের কাছে এখন, নতুন সরকারের নতুন এমপি মহোদেেয়র মাধ্যমে অতিদ্রুত দৌলতপুর মহাসড়কের স্বংস্কার কাজ শুরু করে, জনগনের মৌলিক দাবি পূরন করবে এমন টা ই মনে করছে।