কিশোরগঞ্জে সাহিত্য শিখা পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0

 

সামসুজ্জামান সুমন,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একমাত্র সাহিত্যচর্চার সংগঠন সাহিত্য শিখা পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“সাহিত্য শিখা জ্বলছে-জ্বলবেই অবিরাম” এ শ্লোগানে উপজেলা সাহিত্য শিখা পরিষদের সভাপতি বিশিষ্ট নাট্যকর ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য আজহারুল ইসলাম আল আজাদের সভাপতিত্বে ও সাহিত্য শিখা পরিষদের সহ সাধারণ সম্পাদক লেখক,কবি আবু হানিফ জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার করটিয়া সাদত সরকারী কলেজের অধ্যাপক কবি বাবুল আনোয়ার। বরেণ্য অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল,বিডিনীয়ালা নিউজের সম্পাদক কবি মাহ্ফুজার রহমান মন্ডল,বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হেদায়েত হোসেন,শিক্ষক নেতা রউফুল ইসলাম,সাহিত্য শিখা পরিষদের সাধারণ সম্পাদক ডা.প্রকাশ চন্দ্র, কোষাধক্ষ্য আফতাবুজ্জামান (ডাক্তার মাষ্টার),সাংবাদিক খাদেমুল মোরসালিন শাকীর ও কবি আব্দুল লতিফ প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কবি ও সাহিত্য প্রেমিকরা সমাজের মানুষের কাছে পাগল ও হিংসার পাত্র হিসাবে থাকে। তাদেরকে মানুষ সহজে আপন করে নিতে পারে না। তিনি উপজেলার মানুষের জ্ঞান চর্চার জন্য একটি পাবলিক পাঠাগার গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন এবং তিনি পাঠাগার গড়ে তুলতে সহযোগীতা করার আশ্বস্ত করেন। আলোচনা সভায় বিভিন্ন উপজেলা থেকে কবি ও সাহিত্যিকরা নিজ লেখা কবিতা আবৃত্তি করে শোনান। পরিশেষে বর্ষপূতি উপলক্ষে একটি বিশাল কেক কেটে সাহিত্য শিখা পরিষদের উপস্থিত সকলকে কেক খাইয়ে দিয়ে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

Leave A Reply