- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় পরিবেশবীদ সংগঠন বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘‘পানির জন্য প্রকৃতি’’ এ প্রতিপাদ্যে বারসিক‘র কলমাকান্দা এলাকা সমন্বয়কারী গুঞ্জন রেমা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক ধ্রুব সরকার, এইচ এম সাইদুল ইসলাম, ধনেশ পত্রনবীশ, এনজিও কর্মী জুয়েল রানা প্রমুখ। বক্তারা বলেন, সমাজে এখনো নানা ভাবে পানি দুষণ করা হচ্ছে। এলাকায় অনেক খাল-বিল ও নদী রয়েছে এগুলো অবৈধ দখল মুক্ত করে পানি ব্যবহারের কাজে লাগাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।