সরিষাবাড়িতে সপ্তাহ ব্যাপি শিক্ষা মেলা

0

মতিউর রহমান, সরিষাবাড়িঃ জামালপুরের সরিষাবাড়ি শিক্ষা অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপি চলছে শিক্ষা মেলা। ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা মেলা চলবে ।

জানা যায়, দেশব্যাপি চলমান জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষ্যে উপজেলা শিক্ষা অফিস আয়োজন করেছে সপ্তাহ ব্যাপি শিক্ষা মেলার। ১৩ মার্চ উপজেলা নির্বাহি কর্মকর্তা সপ্তাহব্যাপি মেলার উদ্বোধন করেন। ১৪ মার্চ র‌্যালি, আলোচনা সভা সাং®কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক মন্ডলীর সমন্বয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তার নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। উপজেলা পরি ষদ প্রাঙ্গন থেকে র‌্যালিটি পৌরসভা পর্যন্ত প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহি কর্তকর্তা মেলায় সানাকইর, বাঙ্গালী, পূর্ব বয়ড়া এবং টিটিডিসি ক্লাস্টারসহ ছয়টি ক্লাস্টারের স্থাপিত স্টলের শিক্ষা ও সাং®কৃতিক মূলক বিভিন্ন কারুকার্য পরিদর্শন করেন। এ সময় নির্বাহি কর্মকর্তার সাথে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগ, উপজেলা স্কাউট কমিশনার ইসমাইল হোসেন, এড জহুরুল ইসলাম মানিক, শিক্ষক নেতা নিয়ামুন নাসিরসহ শিক্ষা বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক পৃষ্টপোষকতায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম।

Leave A Reply