- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

লিটন মিয়া লাকু, গাইবান্ধা
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজ রোববার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরে বিভিন্ন প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুলে গিয়ে র্যালীটি শেষ হয়। পরে ইসলামিয়া হাইস্কুল চত্বরে অগ্নিকা- প্রতিরোধে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এক মহড়া প্রদর্শন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোখছানা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, জেলা ত্রাণ দপ্তরের মো. ইদ্রিস আলী সরকার, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, আশরাফ আলী প্রমুখ।