- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

আল হেলাল চৌধুরী দিনাজপুর থেকে
আজ দুপুরে নিজবাড়ী গনিপুর থেকে বেজাই মোড় আসার পর মেইন সড়কের পাশে ভ্যান চালক কে ভাড়া পরিশোধ করার সময় পিছনদিক থেকে আসা অটো রিক্সা ধাক্কা মারলে এতে সে মারাতœক ভাবে আহত হয়।
আহত অবস্থায় এলাকাবাসী তাকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে এলে মেডিকেল অফিসার রেজাউল করিম তাকে মৃত ঘোষনা করেন। নিহত গরু ব্যাবসায়ী উপজেলার এলুয়াড়ী ইউপির গনিপুর গ্রামের ময়েজ মন্ডলের ছেলে মইনুদ্দিন (৫০) ।
এদিকে বেজাই বনিক সমিতি অটো রিস্কাটিকে আটক করে রেখেছে। এ ঘটনায় অটো চালক পলাতক রয়েছে।