- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

আবু মোতালেব হোসেন,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এসএস সি পরীক্ষা চলাকালিন সময়ে বৃহস্পতিবার ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে ৬ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন মন্থনা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শামিম হোসেন রোল নম্বর (৬১৬৯৭১), একই বিদ্যালয়ের পরীক্ষার্থী নুর হোসেন রোল নম্বও (৩৮৪২৬৬), ভেড়ভেড়ী মাঝাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাহদী হাসান রোল নম্বও ( ৬১৬৮৯৬), বেগম খালেদা জিয়া স্কুল এ্যান্ড কলেজের সৌরভ আলী রোল নম্বর (৩৮৪২৫৮), কালিকাপার স্কুল এ্যান্ড কলেজের রফিকুল ইসলাম রোল নম্বর (৩৮৪২২১), কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সাইদুল ইসলাম রোল নম্বর (৩৮৪২১২)। কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এসব পরীক্ষার্থীকে বহিস্কার করেন কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকরা। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এসএসসি ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় ৬ পরীক্ষার্থীকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।