তারাগঞ্জে নতুন যুব দলের কমিটিতে নেতাকর্মীদের পদত্যাগ

0

তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নতুন আহবায়ক কমিটি গঠনে স্বজন প্রীতি হওয়ায় তারাগঞ্জ উপজেলা নেতাকর্মীদের পদত্যাগ।

দলীয় সূত্রে জানা গেছে,গত ২৫ শে মার্চ রোজ সোমবার রংপুর জেলা যুব দলের কার্যালয়ে পুরাতন কমিটি ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ভেঙ্গে মনগড়া নতুন কমিটি গঠিত করেন। ওই কমিটিতে সিনিয়র নেতাকর্মীদের অবমূল্যায়ন করে জেলা কমিটি ঘোষনা দেন। এতে তারাগঞ্জ উপজেলা নেতাকর্মীদের মধ্যে সাবেক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক রাসেল মন্ডল, যুগ্ন আহবায়ক বিশ্বজিৎ রায় টিটু, মিজানুর রহমান, আশরাফুল আলম, ওবায়দুল হক, জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম মিন্টু, সদস্য নাজমুল ইসলাম, রুহুল আমিন সুজা, আশেক আলী, বাবুল সরকার পদত্যাগ করে বাই পোষ্টে জেলা কমিটিকে প্রেরণ করেন।

তারাগঞ্জ উপজেলা নেতাকর্মীদের মধ্যে সাবেক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক রাসেল মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দলের দূর্দিনে পাশে ছিলাম এখন আমাদের নেতাকর্মীদের অবমূল্যায়ন করে নতুন আহবায়ক কমিটি দেওয়ায় তৃনমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি নিজে জানা মতে দল হতে পদত্যাগ করেছি।

তারাগঞ্জ উপজেলা নেতাকর্মীদের মধ্যে সাবেক কমিটির যুগ্ন আহবায়ক ইকরচালীর ইউনিয়ন কমিটির সভাপতি রবিউল ইসলাম মিন্টু বলেন, আমি এতদিন দলের হয়ে সকল কর্মকান্ডে যোগদান করেছি। আজ আমরা পরাজিত হলাম, দলের সিনিয়র নেতারা যদি এমন হয় তাহলে আমরা কি করবো। সেচ্ছায় আমি দলের সকল পদ হতে পদত্যাগ করলাম।

তারাগঞ্জ উপজেলা নেতাকর্মীদের মধ্যে সাবেক কমিটির যুগ্ন আহবায় জাহাঙ্গীর আলম বলেন, মনগড়া কমিটির বাতিল চাই, সিনিয়রদের মূল্যায়ন নাই, একারনে আজ দলের অবস্থা শোচনীয়।

Leave A Reply