- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

লিটন মিয়া লাকু, গাইবান্ধা ॥ প্রচন্ড তাপদাহে তৃষ্ণাত্ত শ্রমজীবি মানুষদের তৃষ্ণা নিবারণের কর্মসূচী বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের আয়োজনে সংগঠন কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। তৃষ্ণাত্ত শ্রমজীবি মানুষদের ডাবের পানি খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু ও রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।