দুর্গাপুরে আদিবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

0

 

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

জেলার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ২৬জন আদিবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে একাডেমির মিলনায়তনে “যুদ্ধ জয়ের কথা বলি, স্বাধীনতার পথে চলি” এই প্রতিপাদ্যে একাডেমির পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী লেখক ও গবেষক অধ্যক্ষ রেভারেন্ড মনিন্দ্র নাথ মারাক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের আহŸায়ক এ্যাডভোকেট মানেস চন্দ্র সাহা, সহকারী পরিচালক উত্তম রিছিল, গবেষনা কর্মকর্তা সৃজন সাংমা, আদিবাসী নেতা সায়মন তজু, সাংবাদিক পল্টন হাজং, এলাকার গন্যমান ব্যক্তিবর্গ সহ সকল আদিবাসী নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্গাপুরে এই প্রথম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি স্থাপিত হওয়ার পর আদিবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। নতুন পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং এর কর্মদক্ষতায় স্থানীয় আদিবাসী সহ এলাকার সকল ধরনের হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য সকলকে সহায়তা করার আহবান জানান।

 

Leave A Reply