কিশোরগঞ্জে চেয়ারম্যান হলেন যারা

0
আবু হানিফ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি৷
তৃতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে  ২৪ মার্চ রবিবার শান্তিপূর্ণ ভাবে কিশোরগঞ্জের ১৩ টি উপজেলায় ভোটার উপস্থিতির হার কমের মধ্য দিয়ে শেষ হয়েছে ৷
 তবে রাতে ব্যালট পেপার সীল মেরে বাক্স ভর্তি করে রাখার দায়ে কটিয়াদি উপজেলা পরিষদ নির্বাচন স্তগিত করেছে প্রশাসন৷ ১৩টি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা-
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সাবেক ছাত্র নেতা সাকাউদ্দিন আহমদ রাজন (নৌকা) কে পরাজিত করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান  উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান মামুন (কাপ- পিরিচ) বেসরকারিভবে নির্বাচিত হয়েছেন।
কাপ- পিরিচ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী মামুন আল মাসুদ খান মামুন পেয়েছেন ৪০ হাজার ৮৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সাবেক ছাত্র নেতা সাকাউদ্দিন আহমদ রাজন (নৌকা) পেয়েছেন ২৩ হাজার ৯৯৩ ভোট৷
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী চৌধুরী কামরুল হাসান (নৌকা) বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীকে চৌধুরী কামরুল হাসান পেয়েছেন ৪৫ হাজার ২১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খলিলুর রহমান (আনারস) পেয়েছেন ১৮ হাজার ২৭০ ভোট।
তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহীন (লাঙ্গল) বিজয়ী হয়েছেন।
লাঙ্গল প্রতীকে মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহীন পেয়েছেন ২৬ হাজার ৩৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মো. আজিজুল হক ভূঞা মোতাহার (নৌকা) পেয়েছেন ১৬ হাজার ৫৫ ভোট।
কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব ইয়াছির মিয়া (নৌকা) বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীকে আলহাজ্ব ইয়াছির মিয়া পেয়েছেন ৪০ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুছ ছাত্তার খোকন (আনারস) পেয়েছেন ২ হাজার ৮৩৭ ভোট।
 নিকলী উপজেলা পরিষদ নির্বাচন  চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম (নৌকা) কে পরাজিত করে উপজেলা সভাপতিপুত্র এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি (মোটর সাইকেল) বেসরকারিভবে নির্বাচিত হয়েছেন।
করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মো. ইয়াসিরুল ইসলাম খান আওলাদ (নৌকা) বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীকে আলহাজ্ব মো. ইয়াসিরুল ইসলাম খান আওলাদ পেয়েছেন ৪৪ হাজার ১০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুর রহমান (আনারস) পেয়েছেন ২৯ হাজার ১৪৪ ভোট।
হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগ সদস্য মো. শাহ জাহান পারভেজ (নৌকা) কে পরাজিত করে আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রয়াত আয়ুব আলীর ছেলে মোহাম্মদ সোহেল (আনারস) বেসরকারিভবে নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ সোহেল পেয়েছেন ৩১ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগ সদস্য মো. শাহ জাহান পারভেজ (নৌকা) পেয়েছেন ২৪ হাজার ২৫৬ ভোট।
 পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে  নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম রেনু (নৌকা) ৪২৫১৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী
 প্রার্থী জাতীয় পার্টির এড. জাহাঙ্গীর আলম শৌকত কে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন৷
Leave A Reply