- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

সরিষাবাড়ি প্রতিনিধি
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সরিষাবাড়ি উপজেলায় ১০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৮৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে ফুটবল প্রতিকের প্রার্থি জেলী আক্তারকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম সব’কটি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ভোট গণনা শেষে সন্ধ্যায় জেলী আক্তারকে নির্বাচিত ঘোষণা করেন। সরিষাবাড়িতে ৮৮টি কেন্দ্রের মোট ভোটের সংখ্যা দুই লক্ষ ৫২ হাজার সাত’শ উনপঞ্চাশ। ১০ মার্চ প্রদত্ত মোট ভোটের সংখ্যা ছিল ৭৫ হাজার চার’শ একানব্বই। মোট অবৈধ ভোটের সংখ্যা ছিল ছয়’শ তিপান্নটি। ফুটবল প্রতিকে জেলী আক্তার পেয়েছে ৬৬ হাজার তিন’শ তেতাল্লিশ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দি কলসি প্রতিকে মাহমুদা আক্তার শিখা পেয়েছে আট হাজার চার’শ পচানব্বই ভোট। অন্যান্য নির্বাচনের তুলনায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম।