ভাষা শহীদদের স্মরণে “সঞ্চালন”র পক্ষ থেকে রক্তের গ্রুপ পরীক্ষার কর্মসূচী

0

শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
এই কালজয়ী গানটি যখন বাঙ্গালি জাতির কানে ভেসে আসে, তখন গায়ের কাঁটা শিহরে ওঠে। আর উঠবেই বা না কেন? রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙ্গালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছিল ভাষার অধিকার। তাদেরই আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বের দরবারে। ২১শে ফেব্রুয়ারির এই দিনটি আমাদের বাঙ্গালি জাতির গর্বিত অধ্যায়। আমাদের এ বাঙ্গালি জাতির দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে জয় করেছে এই মায়ের ভাষা। যখন পূর্ব পাকিস্তানের হানাদার বাহিনীর বর্বর সৈনিকেরা বাংলা ভাষা বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল, ঠিক সে সময়ই সাহসী মায়ের দামাল ছেলেরা রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত সহ আরও অনেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছিনিয়ে এনেছে মায়ের মুখের ভাষার সম্মান। এই সম্মানকে আরও সম্মানিত করার জন্য ২০১৯ইং সালের ২১শে ফেব্রুয়ারির দিনে মুন-ইরাফি গার্ডেন সিটি মার্কেটের সামনে “সঞ্চালনের” পক্ষ থেকে বিনামূল্যে রক্ত গ্রুপ পরীক্ষার কর্মসূচীর আয়োজন করা হয়। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল- শরীর থেকে এক ফোঁটা রক্ত বের করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। আর এই কর্মসূচী বগুড়া জেলা পরিষদের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টু উদ্বোধন করে রক্তের গ্রুপ পরীক্ষার কর্মসূচী শুরু করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুন-ইরাফি গার্ডেন সিটির ম্যানেজিং ডাইরেক্টর আবু নাছের মোঃ ইসতিয়াক (জেমি)। বাংলাদেশ আওয়ামী যুবলীগের শেরপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আবু রায়হান জন, শেরপুর শহর শাখার ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ জিকরুল হক জিকু, শেরপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ এর নেত্রী মোছাঃ ফাতেমা আক্তার রীপা সহ উক্ত কর্মসূচীতে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply