- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ঔষধ দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওনের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তার।
ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন বলেন, অনুমোদন বিহীন ঔষধ, লাইসেন্স নবায়ন না থাকায় প্রগতি ফার্মেসীর মালিক প্রদীপ সরকারকে ৩০ হাজার টাকা ও ভূপতি ফার্মেসীর মালিক নৃপতি মুকুট পালকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। ঔষধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় এ জরিমানা করা হয়। এসময় অনুমোদনবিহীন ঔষধ জব্দ করা হয়।