কুষ্টিয়া অপহরণের ২ দিন পর শিশু সাকিবের লাশ উদ্ধার প্রধান আসামী ঢাকা থেকে আটক

0

কুষ্টিয়া থেকে সোহেল  রানা :

কুষ্টিয়া ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামের অপহরণ হওয়ায় ২ দিন পর শিশু সাকিব (২) এর লাশ উদ্ধার হয় বাড়ি থেকে প্রায় আধাকিলোমিটার দুরের একটি ডোবায়। সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনের নেতৃত্বে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ নিজে ডোবায় নেমে লাশ উদ্ধার করে। উক্ত শিশু হত্যার প্রধান আসামী আ: সামাদ (৩৭) কে ঢাকা আশুলিয়া থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুলতান আযম সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করে কুষ্টিয়া ইবি থানায় নিয়ে আসে। এই শিশু হ্যতার ব্যাপারে আ: সামাদ কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। এই ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, কুষ্টিয়া পুলিশ সুপার তানভীর আরাফাত স্যারের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান আযম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে শিশু হত্যা মামলার প্রধান আসামী আ: সামাদকে আটক করে। একটি সুত্র জানায়, নিহত শিশু সাকিবের বাবা মনিরুল ইসলামের বাড়ীতে চুরি হয়। এই চুরির দোষ দেওয়া হয় হত্যা মামলার প্রধান আসামী আ: সামাদকে। আ: সামাদ চোর অপবাদ নিতে রাজি হয় না। সে বলে আমি চুরি করিনি। প্রতিশোধের বশবর্তী হয়ে হাফিজের মেয়ে আফরোজা (১৮) কে দিয়ে অপহরণ করে নিহত শিশু সাকিবকে। অপহরণ করে রেখে দেয় প্রতিবেশী রশিদের বাড়ীতে। আ: সামাদ সেই সময় বাইরে পালিয়ে যায়। রশিদকে বলে নিহত শিশু সাকিবকে খাওয়া-দাওয়া করিয়ে ভাল ভাবে রেখে দিতে। অনুমান করা হয়, নিহত সাকিবের দুধের সাথে ঘুমের বড়ি মিশিয়ে দুধ পান করানোর পর নিহত সাকিব ঘুমিয়ে যায়। হটাৎ করে রাতে রশিদ দেখতে পাই নিহত সাকিব আর নড়াচড়া করছে না। তখন রশিদ ঘাতক আ: সামাদকে ফোন করে জানায় হয়তোবা সাকিব মারা গেছে। রশিদের ফোন পেয়ে ঘাতক আ: সামাদ, রশিদ ও আফরোজা নিহত শিশু সাকবিকে প্রতিবেশীর পুকুরে ফেলে দেয়। পরে পুলিশ শিশু সাকিবের লাশ উদ্ধার করে। উল্লেখ্য, ঐ দিনই পুলিশ লাশ উদ্ধারের পর রশিদ ও আফারোজা কে আটক করে। এই ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সুলতানের আযমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, উর্দ্ধতন অফিসারদের নির্দেশ মোতাবেক আসামী আ: সামাদকে ঢাকা আশুলিয়া থেকে আটক করে বিজ্ঞ কুষ্টিয়া আদালতে প্রেরণ করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহন শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায় আ: সামাদ আস্তানগর গ্রামের হোসেন মুন্সীর ছেলে।

Leave A Reply