কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মালিথা পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১ ও প্রতিবন্ধী নারীকে শৃলতাহানির চেষ্টা
- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

কুষ্টিয়া থেকে সোহেল রানা-:
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মালিথা পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১ ও প্রতিবন্ধী নারীকে শৃলতাহানির চেষ্টা।
আহত হলেন, মৃত কাবিল মালিথার ছেলে মাসুদ রানা।
মাসুদ রানা জানান,অনুমানিক সকাল 07:10 মিনিটে সময় আমি আমার মেয়েকে নিয়ে স্কুকলে যায়। স্কুল থেকে রেখে আসার সময় আগে থেকে পরিকল্পিত ভাবে আমার উপর,মালিথা পাড়া গ্রামের, কামরুল,উজ্জল, লিটোন, আক্কাচ, আইনুল হক,জয়নাল হক সহ আর অনেকে হামলা চালায় । এ সময় গ্রাম বাসী এগিয়ে আসলে আমাকে ফেলে পালিয়ে যায়।এলাকাবাসী জানান, মাসুদ তার মটরসাইকেল থেকে নেমে আসার সাথে সাথে তার উপর হামলা চালায় তারা এবং এসময় তার প্রতিবন্ধী বোন এগিয়ে আসলে তার শৃলতাহানির চেষ্টা করে। এ বিষয়ে মাসুদের বোন জানান,আমি এসে দাড়ানোর সাথে সাথে আমাকে হামলা কারিরা বিবস্ত্র করে ফেলে। আমি একজন প্রতিবন্ধী আমি এই ঘটনার বিচার চায়। মাসুদ দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।খবর সংগ্রহ সময় প্রর্যন্ত থানায় অভিযোগ হয় নাই।