বগুড়ায় কলেজ ছাত্রী সহ ২ নারীর মরদেহ উদ্ধার

0

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া :

বগুড়ার শেরপুরে ১১ ফেব্রুয়ারি সোমবার কলেজছাত্রীসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। নিহত উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে কলেজছাত্রী স্বর্ণা খাতুন (১৮) ও শহরতলীর খন্দকারটোলা গ্রামের নঈম উদ্দিনের মেয়ে সোনিয়া বেগম (২৩)। এ ব্যাপারে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, স্থানীয় চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রী কলেজের ছাত্রী স্বর্ণা খাতুন বেশকিছুদিন থেকে মানুসিক রোগে ভুগছিলেন। গত রোববার সন্ধ্যার দিকে নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো স্বর্ণার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে থানায় সংবাদ দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় আনা হয়। এদিকে একই দিনগত রাতে উপজেলার খন্দকারটোলা গ্রামস্থ বাবার বাড়ির একটি কক্ষ থেকে সোনিয়া বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা জানান, প্রায় মাস ছয়েক আগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া গ্রামের আব্দুল করিমের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর-স্ত্রীর মধ্যে বনিবনাত হচ্ছিল না। তাই বেশকিছুদিন থেকে সোনিয়া অভিমান করে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। সম্ভবত এ কারণে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, পৃথক ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা রেকর্ড করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply