গাইবান্ধায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

0

লিটন মিয়া লাকু, গাইবান্ধা ॥ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল শনিবার সকাল থেকে গাইবান্ধা জেলার সর্বত্র শিশুদের ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় গাইবান্ধা পৌরসভা চত্বরে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস শাকুর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম আবু হানিফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব প্রমুখ। উল্লেখ্য এ কর্মসূচীর আওতায় গাইবান্ধা পৌরসভার ৫৮টি কেন্দ্রসহ জেলার মোট ২ হাজার ৩৩টি কেন্দ্রের মাধ্যমে ৩ লাখ ৩৬ হাজার ৮৪৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচী নেয়া হয়। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৩৬৩ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২ হাজা ৪৮৪ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

Leave A Reply