একসঙ্গে বরুন-ভূমি-কিয়ারা

নিউজ ডেস্ক:

একই ছবিতে একসঙ্গে অভিনয় করবেন বলিউড অভিনেতা বরুন ধাওয়ান, অভিনেত্রী ভূমি পেডনেকার ও কিয়ারা আদভানী। ছবিটি প্রযোজনা করবেন করণ জোহর এবং পরিচালনা করবেন শশাঙ্ক।

করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বরুন ধাওয়ানের। এরপরই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন বরুন।

কলঙ্ক সিনেমায় কিয়ারার সঙ্গে একটি অংশে অভিনয় করেছেন বরুন। তবে এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন ভূমি ও বরুন।

সম্প্রতি ‘কুলি নম্বর ওয়ান’ সিনেমার সেটে আরও একবার বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন বরুণ। একটি স্টান্ট দৃশ্যে খাদের ধারে ঝুলন্ত গাড়িতে আটকে পড়েছিলেন তিনি। স্টান্ট চলাকালীন গাড়ির দরজার লক আটকে যায়। তবে শেষ পর্যন্ত গাড়ি থেকে বেরোতে পারেন তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.