ঘাটাইলে রানা এমপি‘র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবুল হোসেন আকাশ (ধনবাড়ী টাংগাইল প্রতিনিধি)

টাংগাইলের ঘাটাইলে সংবাদ সম্মেলন গত ১৪ নভেম্বর ২০১৯ ” দৈনিক প্রথম আলো পএিকার শেষ পাতায়র প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ
সম্মেলন এবং মানববন্ধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগে
ও ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খানসহ আরও অনেক নেতাকমী,
বক্তব্যে তারা বলেন আজ এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন প্রথম আলো পত্রিকায় আমানুর রহমান খান রানা বিরুদ্ধে মিথ্যাচার বানোয়াট
ও ভিওিহীন সংবাদ প্রকাশ করে সম্মান ও রানৈতিক ভাবে হেয় প্রতিপূন করার অসধ উদেশ্যে করে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ
প্রকাশ করে। তার প্রতিবাদে আমাদের এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন ।

উক্ত মানববন্ধন প্রধান অতিথি বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা আওয়ামীলীগে ও ঘাটাইল উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান তিনি তার বক্তব্যে বলেন আজ এই মানববন্ধন প্রথম আলো পত্রিকায় আমানুর রহমান খান রানা
বিরুদ্ধে মিথ্যাচার বানোয়াট ও ভিওিহীন সংবাদ প্রকাশ করেছেন তার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার সাবেক ক্রাউনছিলির সালাউদ্দিন

বক্তব্য রাখেন ঘাটাইল পৌর আওয়ামীলীগ আহবায়ক খলিলুর রহমান তালুকদার

বক্তব্য রাখেন রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক সরকার।

উপজেলা ছাএলীগের সভাপতি মোঃ আলমামুন ।

মানববন্ধন শেষে নজরুল ইসলাম খানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ঘাটাইলের শাথার বাস ট্রাক মালিক সমিতির
অফিসে ১৭ নভেম্বর ২০১৯ প্রকাশিত সংবাদ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সাংবাদিক দের সাথে
গত১৪ নভেম্বর ২০১৯ দৈনিক প্রথম আলো পত্রিকায় শেষের পাতায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে আলহাজ্ব আমিনুর রহমান খান রানা
এর বিরুদ্ধে সেই সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন । উক্ত সম্মেলন লেখিত বক্তব্য নজরুল ইসলাম খানের পক্ষ থেকে
লেখিত বক্তব্য উপস্থাপন করেন মোঃআরিফ হোসেন অত্যন্ত দঃখ ও পরিতাপের সাথে জানাচ্ছি যে ১৪ নভেম্বর ২০১৯
দৈনিক প্রথম আলো প্রএিকার শেষের পাতায় টাঙ্গাইল-৩ ঘাটাইলের দুই দুইবারের নিবাচিত সাবেক সাংসদ জননেতা
আলহাজ্ব মোঃআমানুর রহমান খান রানাএর বিরুদ্ধে যে সংবাদ টি প্রকাশিত হয়েছে তা সম্পপূণরুপে মিথ্যা,
বানোয়াট ও ভিওিহীন প্রকাশ করাহয় আমরা ঘাটাইলের সবস্তরের জনগণ উদ্দেশ্য প্রনোদিত
ঐ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই । আপনারা জানেন সাবেক এমপি
আলহাজ্ব আমানুর রহমান খান রানারএর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা তীঘ ৩৪ মাস কারাবরণ শেষে গত ৯ জুলাই ২০১৯ তারিখে
জামিনে সুক্তি পাওয়ার পরপরই পবিএ হজ্ব পালন করার জন্যে সৌদি আরব চলে যান ।
হজ্ব পালন শেষে দেশে ফিরে তিনি ঘাটাইলের বিভিন্ন গ্রাম, ও মহল্লায় ঘুরে ঘুরে সকালের সাথে শুভেচ্ছা বিনিময় করেন,
অংশ গ্রহণ করছেন বিভিন্ন ধম’ সভায়। সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ ধৈয’ধারণের পরামর্শ এবং শেখ হাসিনার নেতৃত্ব ও নিদেশনার
প্রতি আস্থাশীল নিদে’শ দিচ্ছেন।
একই সাথে তিনি ঘাটাইলের আওয়ামীলীগের ঐক্য ও সম্পীতির ডাক দিয়েছন, যে ডাকে ঘাটাইলের আওয়ামীলীগের সকল নেতাকর্মী,
সুধীসমাজ ও সব’স্তরের জনগণ আন্তরিকভাবে সাড়া দিয়েছেন।
কিন্ত অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে দৈনিক প্রথম আলো পএিকার শেষে পাতায় আমাদের নেতা আলহাজ্ব আমানুর রহমান খান রানার
নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন এই বলে যে, তিনি নেতা কমীদের ন্হমকি ধামকি দিয়ে তার পক্ষে কাজ করতে
বাধ্য করতে চেষ্টা করছেন । এই সংবাদের ন্্ূযনতম কোন ভিওি নেই। এছড়াও টাঙ্গাইলের ব্যবসায়ী নেতৃবৃন্দকে বাসায় ডেকে তাব
পক্ষে কাজ করতে চাপ প্রয়াগ করেছেন মমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা উক্ত সংবাদেই টাঙ্গাইলের জেলা বাস মিনিবাস মালিক সমাতির সাধারন সম্পাদক রাশেদুল হাসান
এর বক্তব্যের মাধ্যমেই মিথ্যা প্রমাণিত হয়েছে।
তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে একটি প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় একটি গাড়ির বিষয়ে সাবেক এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে।
কোনপ্রকার ন্হমকি – ধামকি বা বল প্রয়োগের বিষয় ভিওিহীন।
তাছাড়া ও আমাদের নেতার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা বিষয়েও বিভিন্ন সময় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
আপনারা জানেন সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।
তিনি জামিনে মুক্তির পর নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন এবং তিনি মনে প্রাণে ফারুক হত্যা মামলার সঠিক বিচার চান।
প্রকৃত হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে তিনি যথেষ্ট আন্তরিক ও সোচ্চার।
প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার উন্নায়নের ধারাকে ব্যাহত করতে এবং নেএীর হাতকে দুবল করতে জাতীয়ভাবে
চলমান একটি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আওয়ামীলীগের বন্হল জনপ্রিয় নেতাদের বিতকিত করে ঘায়েল করার চেষ্টা চলছে।
এই সংবাদ সেই ষড়যন্ত্রের অংশ বিশেষ ছাড়া আর কিছুই না।
ঘাটাইল তথা টাঙ্গাইলের শান্তিপ্রিয় মানুষের বিভ্রন্ত করতে এহেন হলুদ সাংবাদিকতার আবারও তীব্র নিন্দা জানাই ।
জাতি গঠনে যেমন নিরপেক্ষ সাংবাদিকতা অতি জরুরী তেমনি অশান্তি ও বিভ্রান্তি সৃষ্টিতে হলুদ সাংবাদিকতা বন্হলাংশে দায়ী।
তাই আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল প্রকার হলুদ সাংবাদিকতা বন্ধের দাবী জানাচ্ছি।
সবশেষে সকল সসাংবাদিক ভাইদের প্রতি বিনীত নিবেদন, আপনার কলমের কালি যেহেতু অনেক মূল্যবান, তাই আপনার লেখনি
হউক সৃষ্টিশীল নিরপেক্ষ ও কল্যাণকর।
তারিখ ১৭/২০১৯ / রবিবার বিকাল ৪ এটায় সময় স্থান: ঘাটাইল

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.