আজ থেকে সড়ক আইন কার্যকর করা হবে: কাদের

অনলাইন ডেস্ক:

আজ থেকে সড়ক আইন কার্যকর করা হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন সড়ক আইন বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে তবে যত বাধাই আসুক না কেন আমি এগিয়ে যাবো।

রোববার (১৭ নভেম্বর) রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) স্থায়ী ক্যাম্পাসে, সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তবে এসব কথা ওবায়দুল কাদের।

ওবায়দুল কা‌দের ব‌লেন, নতুন আইন ক‌ঠোর হওয়ায় সড়‌কে শৃঙ্খলা আস‌বে। এ আইন করা হ‌য়ে‌ছে সড়‌কের শৃঙ্খলার জন্য। দে‌শের কাঠা‌মোগত উন্নয়ন হ‌চ্ছে কিন্তু সমস্যা সড়‌কে। আজ থে‌কে কার্যকর হ‌চ্ছে নতুন সড়ক প‌রিবহন আইন ২০১৮।

নতুন সড়ক আইন সকলকে বোঝার জন্য ও কার্যকর করার জন্য দুই সপ্তাহ শিথিল রাখা হয়েছিল। সেসময় দুদিন আগেই শেষ হয়ে গেছে বলে জানান সেতুমন্ত্রী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.