স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার কিছু পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা। উত্তোলন করা হয় জাতীয় পতাকা, গাওয়া হয় জাতীয় সংগীত। এ সময় একযোগে স্বেচ্ছাসেবক লীগের ৭৯টি সাংগঠনিক জেলার দলীয় পতাকাও উত্তোলন করা হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঞ্চে উঠলে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’ ইত্যাদি স্লোগান দেন। মঞ্চে উঠে শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন।

প্রধানমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ নেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ ও সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প‌বিত্র কোরআন থে‌কে তে‌লাওয়াতের মাধ্য‌মে স‌ম্মেল‌নের কার্যক্রম শুরু হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.