বাংলাদেশ-আজারবাইজান সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যে একটি সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভের মধ্যে আজারবাইজানের প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং আজারবাইজানের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ড. আবুলফাস গারায়েভ স্ব-স্ব দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ বৈঠকটিও বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।

Comments are closed, but trackbacks and pingbacks are open.