জন্ম শহর কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি 

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্ম শহর কুড়িগ্রামে নানা আয়োজনে তার ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারী কলেজ চত্ত্বরে তার সমাধীতে জেলা প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পুষ্পার্ঘ অর্পন করেন। পুষ্পার্ঘ অর্পন শেষে কবির সমাধী চত্ত্বরে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান, এডিএম জিলুফা ইয়াসমিন, কুড়িগ্রাম সরকারী কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, সাংবাদিক শফি খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, ইমতে আহসান শিলু প্রমুখ। পরে একটি শোক র‌্যালী শহর প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে এই গুনী লেখকের বর্ণাঢ্য জীবন নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

দেশ বরেণ্য এই লেখক ২০১৬ সালের এই দিনে ঢাকায় মৃত্যু বরণ করেন। তার ইচ্ছায় তাকে তার নিজ ভুমি কুড়িগ্রাম সরকারী কলেজ চত্ত্বরে সমাহিত করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.