হিজরি সনের প্রথম মাস মহরম এর সংক্ষিপ্ত ঘটনা ও তাৎপর্য

সাজ্জাদ হোসাইন (শাহিন)
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ

শুরু হলো আরবি হিজরি সনের প্রথম মাস মহরম।  এই মহরম মাসে বর্তমান ইরাকের কুফা নগরীর ফুরাত নদীর প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তা’আলা আনহু এজিদ বাহিনীর পাষণ্ড বীর সীমারের ধারালো অস্ত্রের আঘাতে শাহাদাত বরণ করেন।  মুসলিম উম্মাহ এই দিনটি কারবালার দিন হিসেবে আখ্যায়িত করেছে।  কারবালার ঘটনাটি ঘটেছিল হিজরী ৬১সনে মুয়াবিয়ার ছেলে এজিদের মধ্যে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে।  ফোরাত নদীর তীরে কারবালা নামক প্রান্তরে এই হৃদয় বিদারক ঘটনাটি যে ঘটবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করে গেছিলেন। কারবালায় শুধুুুু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তা’আলা আনহু ল্লাহু শহীদ হননি,  সেদিন ইমাম পরিবারের আরো অনেকেই শাহাদত বরণ করেছিলেন।  মহরম এর কথা মুসলিম উম্মার কাছে স্মরণ হলে হৃদয়কে বেদনাবিধুর করে তুলে।  শোকে স্তব্ধ হয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে সমগ্র মুসলিম জাতি। মহররম মাসের অনেক তাৎপর্য রয়েছে।   আর তা হলো হযরত আদম আলাই সাল্লাম কে এদিন সৃষ্টি করা হয়,  হযরত ইবরাহীম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করা হয়।  হযরত ইয়াকুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগ থেকে মুক্তি দেওয়া হয়।  হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.