ভারতে ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমে হবে ১২টি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংঙ্কিং ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা ২৭ থেকে কমিয়ে ১২টি করার ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

শুক্রবার নয়াদিল্লীতে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন,‘বেশ কিছু সংযুক্তিকরণের ফলে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা ২৭ থেকে কমে হবে ১২টি। এর মধ্যে দশটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক চারটিতে পরিণত হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেউ ব্যাংক ও ওরিয়েন্টাল ব্যাংক সংযুক্ত হচ্ছে। এলাহাবাদ ব্যাংকের সঙ্গে যুক্ত হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক।’ 

দেশটির অর্থ সচিব রাজীব কুমার জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণের ফলে কোন কর্মী চাকরি হারাবেন না।

অর্থমন্ত্রীর দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণের ফলে আন্তর্জাতিক বাজারে এই ব্যাংকগুলির উপস্থিতি আরও বাড়বে।

গত মে মাসেই একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা ব্যাংক সংযুক্তিকরণের পূর্বাভাস দিয়েছিল।

Comments are closed, but trackbacks and pingbacks are open.