মধুপুরে রাস্তায় বেড়া দিয়ে আট পরিবারকে অবরুদ্ধ

0

মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে ৮ পরিবারকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। জানা যায়, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে জমি সংক্রান্ত ঘটনায় পূর্ব শত্রæতার জের ধরে আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর দক্ষিণপাড়া গ্রামের মৃত আসর আলীর ছেলে শাহজাহান আলী একই গ্রামের ফজলুল হক, বাবলু, আঃ বাছেদসহ ৮ আট পরিবারের লোকজনকে তাদের চলাচলের একমাত্র রাস্তায় বেড়া দিয়ে ৫দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে। অবরুদ্ধ অবস্থায় ওই পরিবারের লোকজন বাহিরে বের হওয়ার তাগিদে বিকল্প রাস্তা হিসেবে অন্যের ধানক্ষেতের আইল দিয়ে চলাচল করছেন বলে জানা যায়। অবরুদ্ধ বাবলু মিয়া জানান, আমার জিবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ভ্যান নিয়ে প্রতিদিন বের হতে হয় কিন্তু রাস্তায় এ বেড়া দেয়ায় ভ্যান আনা-নেয়া করতে পারছিনা। আমাদের ছেলে মেয়েরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেনা। এ ব্যাপারে শাহজাহান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে মামলা করার কারণে তাদের চলাচলের রাস্তায় বেড়া দেয়া হয়েছে।এ ব্যাপারে মধুপর থানার ভারপ্রা্প্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান আমার কাছে কোন অভিযোগ আসে নাই। আসলে আইনি ব্যাবস্হা নেওয়া হবে।

Leave A Reply