চট্টগ্রামে রাস্তায় চামড়া ফেলে গেলেন ব্যবসায়ীরা

0
চট্টগ্রাম ব্যুরো অফিস

চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় মঙ্গলবার বিকাল থেকে চামড়ার আড়তে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে চামড়া বিক্রি করতে হাজির হয়েছিলেন অসংখ্য মৌসুমি ও খুচরা চামড়া ব্যবসায়ীরা। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর তা বিক্রি না হওয়ায় রাতে লাখ লাখ টাকার চামড়া সড়কের পাশে ফেলে রেখে চলে যান অনেক ব্যবসায়ী। লোকসান যেন গুণতে না হয়, তাই এসব খুচরা ব্যবসায়ীদের অনেকেই সন্ধ্যায় চামড়া বিক্রি করেননি, তাদের প্রত্যাশা ছিল শেষ দিকে পাইকারি বাজারে চামড়ার দাম বাড়বে। ঘটেছে হিতে বিপরীত। চামড়ার দাম বাড়েনি। তাই খোলা আকাশের নিতে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে অনেক চামড়া।

অধিকাংশ বাজার ঘুরে দেখা গেছে, সড়কজুড়ে পড়ে রয়েছে প্রচুর পচা চামড়া।

ব্যবসায়ীরা বলছেন, ‘যারা চামড়া ধরে রেখেছিলেন তাদের চামড়া নষ্ট হয়ে গেছে।’

চামড়া ব্যবসায়ী জানে আলম বলেন, ‘৩০০-৪০০ টাকায় ব্যবসায়ীরা চামড়া কিনেছেন। সাথে নানা খরচ যোগ হয়েছে। পাইকার দাম বলছে, ১৫০/২৫০ টাকা। এই কারণে অনেকে রাগে লাখ লাখ টাকার চামড়া রাস্তায় ফেলে চলে গেছেন।’

চামড়ার কম দামে রীতিমতো ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তারা বলেন, ‘এক জোড়া ভালো চামড়ার জুতার তিন হাজার টাকা। আর একটা চামড়ার দাম ২০০ টাকা। এইটা কেমন ফাইজলামি?’

গত ৩৫ বছরে দেশীয় চামড়ার বাজারে এত বড় আঘাত আসেনি বলে দাবি করেন অপর এক পাইকারি চামড়া ব্যবসায়ী নুরুল ইসলাম।

তিনি বলেন, ‘বউত চামড়া নষ্ট হইল। এগিন তো আসলে চামড়া নষ্ট ন হইল, দ্যাশের সম্পদ নষ্ট হইল।’

পচে যাওয়া চামড়া আবর্জনা হিসেবে নিয়ে যেতে দেখা গেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে নগরীর আতুরার ডিপো এলাকায় বুলডোজারের সহায়তায় তারা চামড়া ময়লার ভাগাড়ে ফেলতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচ্ছন্ন কর্মী বলেন, ‘চামড়া পচে গন্ধ বেরিয়েছে। খারাপ লাগছে এতো টাকার সম্পদ নষ্ট হলো। আমরা জনসাধারণের সুবিধার জন্য দ্রুত এসব পচা চামড়া সরিয়ে নিচ্ছি।’

Leave A Reply