মানিকগঞ্জে ট্টাক খাদে পড়ে তিন গরু ব্যবসায়ী নিহত

0
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে গরুবাহী ট্টাক খাদে পড়ে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।

সোমবার ভোরে মহাসড়কের জোকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার উজান গ্রামের হাউসকা সেখের মানোয়ার সেখ (২৩) ও একই এলাকার দাদ আলী মন্ডলের ছেলে উবায়দুল মন্ডল (৪২)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও গরুব্যবসায়ীরা জানান, গাবতলী পশুর হাট থেকে ফেরত ১১টি গরু নিয়ে ট্টাকটি কুষ্টিয়া যাচ্ছিল। ট্টাকে ১৮ জন আরোহী ছিলেন। জোকা এলাকায় ট্টাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মানোয়ার ও উবায়দুল নিহত হন। পুলিশের ধারণা, চালক ঘুমের ঘোরে থাকায় ট্টাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। আহত সাত জনকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গরু ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর তাদের একটি গরু হারিয়ে গেছে। খোয়া গেছে গরু বিক্রির ১৩ লাখ টাকাও।

Leave A Reply