কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে হতদরিদ্র, প্রতিবন্ধী রোগীদের চক্ষু চিকিৎসাসেবা প্রদান

0

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ডিপিওডি অফিসে হতদরিদ্র, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বয়স্ক, নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

ইউকেএইড এর অর্থায়নে ও সাইটসেভাসের সহযোগীতায় এ চিকিৎসা সেবার আয়োজন করে মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুর।

সোমবার দিনব্যাপী ফুলবাড়ী উপজেলার কুড়িগ্রাম ডিপিওডি অফিসের হলরুমে চিকিৎসাসেবার উদ্বোধন করেন অত্র অফিসের পরিচালক জনাব ফজলুল হক।

এসময় উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: সাইদুর রহমান, ইনক্লুশন অফিসার অরবিন্দু রায়, দাসিয়ার ছড়া প্রতিবন্ধী স্কুলের সভাপতি জনাব তৈয়ব আলী প্রমুখ।

এ সময় সাইটসেভাসের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার মো: মাসুদ রানা, দি রাইট টু হেল্থ: ব্রেকিং ডাউন বেরিয়াস টু আই হেল্থ ইন সাউথ এশিয়া প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও প্রতিবন্ধীতার সুবিধা তুলে ধরেন।

দিনব্যাপী ফুলবাড়ী উপজেলার দেড় শতাধিক রোগীকে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে চশমা ও ঔষুধ দেয়া হয়। এছাড়াও ২৬ রোগী নির্বাচন করে চোখের ছানি অপারেশনের জন্য নির্ধারণ করা হয়। রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা: সাইদুর রহমান।

Leave A Reply