মধুপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা/সাংবাদিকদের প্রতিবাদ

0

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুরে চ্যানেল কে টিভির প্রতিনিধি আবুল হোসেন আকাশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৫ টার দিকে পেশাগত দায়িত্বে পালন করে বাড়ি ফেরার পথিমধ্যে নুরুল ইসলাম, হারুন, সুমনসহ কয়েক জন যুবক মিলে কিল, চড়, ঘুষি মেরে গুরুতরভাবে আহত করে। তার স্ত্রী খালেদা স্বামীকে ফিরাতে আসলে তাকেও মারধর করে। এ সময় হারুন ও সুমন তার শার্টের পকেটে থাকা দশ হাজার টাকা একটি টাচ মোবাইল ছিনিয়ে নেয়। এমতাবস্থায় আহত আবুল হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মধুুপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লে

Image may contain: one or more people, people sitting and indoorক্সে ভর্তি করেন।আহত সাংবাদিক কে মধুপুর উপজেলা চেয়ারম্যান আবু থান খবর পেয়েমধুুপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লে

ক্সে দেখতে জানান।

আবুল হোসেন আকাশ জানান, শিশু ছেলে মেয়েদের খেলাধুলাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আবুল হোসেন তাৎক্ষণিক প্রতিকার চেয়ে মধুপুর থানা ওসি তারিক কামালকে জানালে, তিনি অভিযোগ দাখিল করতে বলেন। পরে রবিবার সন্ধ্যায় আবুল হোসেনের লিখিত অভিযোগটি তার স্ত্রী খালেদা বেগম থানায় দাখিল করেন। এ ঘটনায় মধুপুর ও ধনবাড়ির কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায়  হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave A Reply