মধুপুরে গড়ে বৈচিত্র্যময় ভেষজ উদ্যান

0

নিজস্ব প্রতিবেদক,

দেশের অন্যতম লালমাটি শালবন মধুপুর গড়। এ বনের প্রধান বৃক্ষ শাল গজারী। শাল গজারী, বহেরা , গাদিলা, গামারী, পিতরাজ, বানরনরী, কানাইডিঙ্গা, আমলকি, আনাইগোটা থেকে শুরু করে ভাটি ফুলের সোভাশিত। মধুপুর বনের ঐতিহ্য ও গড় এলাকার মানুষের ভেষজের প্রয়োজনীয়তার কথা খেয়াল রেখে বন বিভাগ গড়াঞ্চলের লাল মাটির চাড়ালজানী বিটে ২০ হেক্টর জমিতে গড়ে তুলেছেন বৈচিত্র্যময় ভেষজ উদ্যান।

বন বিভাগ সূত্রে জানা যায়, মধুপুর গড়াঞ্চলে বসবাসরত মানুষের ভেষজ চিকিৎসার জন্য বিলুপ্ত প্রায় ভেষজ উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষনের জন্য ২০০৩ সালের ৪ জুলাই মধুপুরের চাড়ালজানী রেঞ্জের বেরীবাইদ মৌজার জলছত্র এলাকায় করা হয় ভেষজ উদ্যান। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে তোলা এ বাগানের নাম দেওয়া হয়েছে ভেষজ উদ্যান মালবিকা। ভেষজ উদ্যানে ২০০২-২০০৩ সালে করা হয় ৩ হেক্টর জমিতে। উদ্যানের গাছ বৃদ্ধি ও গাছের অবস্থা ভাল হওয়ায় ২০০৩-২০০৪ সালে ৪ হেক্টর জমিতে ভেষজ গাছ লাগানো হয়। এ ভাবে ২০০৪-২০০৫ সালে ৬ হেক্টর ও ২০০৫-২০০৬ সালে ৭ হেক্টর ভেষজ বাগান করা হয়। সব মিলিয়ে এখন ২০ হেক্টর জমিতে গড়ে উঠেছে এ ভেষজ উদ্যান। এ উদ্যানের ঔষধীগুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদের মধ্যে আমলকি, হরিতকি, বহেরা, নিম, অর্জুন, নিশিন্দা, মহুয়া, নাগেশ্বর, উলুটকম্বল, বকুল, সোনালু, চন্দন, আগর, আমড়া, জলপাই, খাড়াজোড়া, পিতরাজ, পেয়ারা, জাম, তেতুল, বেল, কালমেঘ, বাসক, হাতিশুর, চম্পাফুল, পিপুল, আকন্দ, ঘৃতকাঞ্চন, কেউকলা, মেহেদী, নয়নতারা, শতমূল, চাপালিশ, অশোক, শেফালী, চালতা, সর্পগন্ধা, পাথরকুচি, তুলসি, ধুতরা, তেজপাতা, জাম্বুরা, ঢাকি জাম, কুম্বি, ঢেউয়া, গর্জন, হৈমন্তী, কন্যারী, পুত্রঞ্জীব, গোলাপ জাম, দুধক্রুচ, আতা, কদবেল, কামরাঙ্গা, বার্মাশিমূল, লটকন, কালেন্ড্রা, সিভিট, কানাইডিঙ্গা, পান, খয়ের, অনন্তমূল, গন্ধাসাগর, আগুনসর, নীলমনি, অড়হড়সহ শতাধিক প্রজাতির ভেষজ উদ্ভিদ রয়েছে।

সরজমিনে চাড়ালজানি রেঞ্জের মালবিকা ভেষজ উদ্যানে গিয়ে দেখা যায়, টাঙ্গাইল- ময়মনসিংহ -মহাসড়কের পূর্ব পাশে এ মালবিকা ভেষজ উদ্যান। মধুপুরের লাল মাটিতে এ উদ্যানে নানা ভেষজ বৃক্ষে সজ্জিত। সবুজ শ্যামলে ভরা। হরেক প্রজাতির ভেষজের কারণে উদ্যানে গুনাগুন ও সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে। ভেষজ বৃক্ষগুলো বড় বড় হয়েছে। বৃক্ষগুলো ফুলও ফল দেয়া শুরু করেছে। উদ্যানে প্লট আকারে প্রজাতি ভেদে বাগান করা হয়েছে। বাগানের উত্তর ও পশ্চিম পাশে ড্রেন খনন করা হয়েছে। এ বাগানের ফলে স্থানীয়রা সুবিধা পাচ্ছে। ভেষজ বাগান এলাকার স্থানীয় বাসিন্দারা জানালেন, তারা এ উদ্যানের ফুল, ফল লতা, পাতা, ছাল, বাকল প্রভৃতি নিয়ে কবিরাজী ঔষুধ তৈরী করে খাচ্ছে। এছাড়াও আশপাশের উপজেলার মানুষ এ বাগানের সুবিধা নিতে ছুটে আসে। অনেকে আবার বীজ সংগ্রহ করে জাত সংরক্ষণ করছে। এভাবে স্থানীয় জনগণ ও কবিরাজরা মালবিকার সুফল পাচ্ছে বলে স্থানীয়রা জানালেন।

চাড়ালজানী রেঞ্জ কর্মকর্তা মো. শাহ্ জালাল জানান, ভেষজ ঔষধ কবিরাজদের জন্য খুবই গুরুত্ব পূর্ণ। ভেষজ ঔষদে কোন পার্শপ্রতিক্রিয়া নেই। বিষ মুক্ত ও প্রাকৃতিক ভাবে ভেষজ উৎপাদিত হয় এ বাগানে। এ বাগানের ফলে এ এলাকার মানুষেরা উপকৃত হচ্ছে। এ বাগান সংরক্ষিত থাকলে যুগ-যুগ ধরে এ এলাকার মানুষেরা এর সুফল পাবে। ভেষজ বাগানের গুনাগুন আবহাওয়ার সাথে মিশ্রিত হয়ে স্বাস্থ্যের জন্য উপকার বয়ে আনে। তিনি আরও জানান, চাড়ালজানী রেঞ্জের আয়তন ৫৮৮০.৪৬ হেক্টর। প্রাকৃতিক, সামাজিক, ভেষজ উদ্যান ছাড়াও বেত-৬৫ একর, বাঁশ ২৬ হেক্টর, উটলট ৬৪০.৪৮ হেক্টর, আগর ২৭.৫ হেক্টর ও শাল কপিস ২৫ হেক্টর রয়েছে। এবছর ১০ হেক্টর বনায়ন করা হবে। এর মধ্যে চাড়ালজানী বিটে ৫ হেক্টরে বনায়ন সম্পন্ন হয়েছে। মহিষমারা বিটে বাকী ৫ হেক্টর বনায়ন করা হবে। এছাড়াও তিনি জানান, একজন বন প্রহরী, একজন অফিস সহকারীসহ সল্প জনবল নিয়ে বিশাল আয়তনের রেঞ্জের দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ জন্য তিনি জনবল বাড়ানোর দাবি জানান।

Leave A Reply