- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
মতিউর রহমান,রঃ মহা প্রজ্ঞাময় আল্লাহ তা’আলা যুগে যুগে হাজারো নিদর্শন দেখিয়েছেন। তাঁর লীলা- কীর্তন বান্ধার বুঝার সাধ্য নেই। তিনি মহা পরাক্রমশালী ও মহা দয়াবান। তিনিই আদি অনন্ত অসীম,তিনিই সৃষ্টি কর্তা এবং তিনিই সব কিছুই ভালো জানেন। যে প্রজ্ঞাময় খোদা তা’আলা এতো বড় বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন না জানি তিনি কতই না সুন্দর সর্বদা এমন প্রশ্নই দোল খায় প্রতিটি মানুষের মাঝে। তাঁর নিদর্শনাবলী প্রিয় বান্ধাকে জাগ্রত করার জন্যই হয়তো বা প্রদর্শন করে থাকেন। তাঁর কীর্তিময় গুনের কথা লক্ষ কোটি বছর ধরে গুন কীর্তন করেও শেষ করবার নয়। তিনিই আমাদের প্রভূ প্রতিপালক দু,জাহানের মালিক মহান আল্লাহ তা’আলা।
মহান আল্লাহ তা’আলার অসংখ্য জীবন্ত নিদর্শনাবলীর অংশ হিসেবে সম্প্রতি সরিষাবাড়িতেও একটি জীবন্ত নিদর্শন লক্ষ্য করা গেছে। সরিষাবাড়ি উপজেলা পরিষদের অদূরে নির্বাচন অফিসের উত্তর পাশে কাউন্সিলর চায়নার বাড়ীর যাতায়াতের রাস্তার পশ্চিম পাশ ঘেঁষে অবস্থিত একটি কলার বাগান। সরকারী পরিত্যক্ত জায়গায় গড়ে উঠা কলার বাগানের একটি ফলজ কলা গাছে প্রাকৃতিক নিয়মেই থোড় বের হতে দেখা যায়। প্রকৃতির সাধারণ নিয়মে একটি গাছে একটিই মাত্র থোড় বের হয় ফল দেয়ার জন্য। কিন্তু ওই কলা গাছটি তার ব্যতিক্রম। প্রকৃতির সাধারণ নিয়ম ভেদ করে ওই গাছটিতে ক্রমান্বয়ে থোড় বের হতে দেখা যাচ্ছে। ২০ এপ্রিল দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় কলা গাছটিতে পর্যায়ক্রমে থোড় বের হওয়ার দৃশ্য। কলা গাছটিতে প্রায় কুড়িটি থোড় লক্ষ্য করা গেছে এবং আরও থোড় বের হওয়ার সম্ভবনা রয়েছে। এক সস্তাহ যাবৎ প্রতি দিনই নানা বয়সী উৎসুক জনতা কলা গাছটি দেখার জন্য ভিড় করছেন ওই কলা বাগান এলাকায়। ক্রমাগত বেড়েই চলেছে দর্শনার্থীর ভিড়। আগত অনেক বয়োজেষ্ঠ নারী পুরুষকে বলতে শোনা গেছে এটি আল্লাহ তালার নিদর্শন। তিনি অনন্ত অসীম প্রিয় বান্ধাকে তা বুঝাতেই এই নিদর্শন দেখাচ্ছেন তিনি।