- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপরের তারাগঞ্জে কন্যাশিশুদের নিয়ে যৌন হয়রানি ও অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার ডাঙ্গিরহাট স্কুল এন্ড কলেজ হলরুমে পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের আয়োজনে ওই সভায় চান্দেরপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়,হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়,কাশিয়াবাড়ি স্কুল এন্ড কলেজের মোট ১০২জ শিক্ষার্থী অংশ নেয়।
সভায় যৌন হয়রানি ও অধিকার বিষয়ক বাল্য বিবাহ, শিশু নির্যাতন, যৌন নিপীড়ন, পরিবারে কন্যাশিশু প্রতি অবহেলা ও অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় । উক্ত আলোচনায় শিক্ষকগন বলেন, স্কুলে যেতে কন্যাশিশুরা যেন কোন সমস্যার সম্মুখিন না হয় এবং কন্যাশিশুদের শিক্ষা ও মেধা বিকাশে সকল ধরনের সুযোগ পায় তার উপর আমাদের সবার নজর রাখতে হবে। ওই সভায় বক্তব্য রাখেন ডাঙ্গিরহাট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বাবুল হোসেন, ইউনুস আলী, মতিয়ার রহমান, পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম, প্রজেক্ট অফিসার রওনক আরা হক, প্রকল্প সমন্বয়কারী শাহনাজ পারভীন প্রমুখ।