- কিশোরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬৯ শতাংশ জমি উদ্ধার - November 7, 2024
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি - November 7, 2024
- ৭নভেম্বার ঐতিহাসিক মহাবিপ্লবের নাম - November 7, 2024
এস,এম,আব্দুর রাজ্জাক :
টাংগাইলে ধনবাড়ী উপজেলা বীরতারা কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে মঙ্গলবার, সময়: বিকাল ৩.৩০ মিনিট, ধনবাড়ী কিং স্পোটিং ক্লাব এ গোপালপুর স্পোটিং ক্লাবের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন আলহাজ্ব প্রিন্সিপাল আবদুর রশিদ এম.পি-১৪১ জামালপুর-৩৪, সরিষাবাড়ী, অতিথি: বেগম শামসুন নাহার চাঁপা এম.পি ও বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী,।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মীর ফারুক আহমাদ ফরিদ সভাপতি, উপজেলা আওয়ামী লীগ, ধনবাড়ী, ও সাবেক চেয়ারম্যান, আব্দুল ওয়াদুদ তালুকদার (সবুজ) চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ধনবাড়ী, ও সাবেক সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ, খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, ধনবাড়ী, টাঙ্গাইল ও সাবেক মেয়র, ধনবাড়ী পৌরসভা, মোঃ মাসুদ আলম তালুকদার সাবেক সাংগঠনিক সম্পাদক, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ।
খালিদ এজিএম, অগ্রণী ব্যাংক লিঃ,মোঃ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, শেখ শাহরিয়ার আলম শিবলু ম্যানেজিং ডিরেক্টর, শেখ শাহরিয়ার এগ্রো ফার্ম লিং, ধনবাড়ী, ডাঃ হাসান হাফিজুর রহমান সহকারী অধ্যাপক (মেডিসিন), শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাংগাইল, মেহেরুল হাসান সোহেল সদস্য, আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান অনুষদ, তেজগাঁও। অনুষ্ঠানে সভাপিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম শফি সাবেক চেয়ারম্যান, বীরতারা ইউনিয়ন পরিষদ, ধনবাড়ী, টাঙ্গাইল।
খেলায় ধনবাড়ী ধনবাড়ী কিং স্পোটিং ক্লাব ২ গোলে জিতে আর গোপালপুর স্পোটিং ক্লাবের ২ গোলে ঠোকেন। খেলা শেষ প্রতিমন্ত্রীর হাত থেকে প্রথম পুরুষ্কার গ্রহন করেন ধনবাড়ী কিং স্পোটিং ক্লাব এ সদস্যরা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.