অবশেষে মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য নাটক “পরিতাপ”

0
বিনোদন ডেস্কঃঃ
দীর্ঘদিন ধরে স্বল্পদৈর্ঘ্য নাটক নির্মাণের সঙ্গে সম্পৃক্ত গুণী নাট্যনির্মাতা জাহিদ জাবের। নির্মাণের পথে দীর্ঘদিন পথচলায় তিনি হাসান আল মামুনের মতন বহু অভিনেতাকে নিয়ে বেশ স্বল্পদৈর্ঘ্য নাটক নির্মাণ করেছেন।শিশু অভিনেতা তানভী ও মারুফকে নিয়ে নির্মিত “ভূতের ভয়” যা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। গল্প রচনার ক্ষেত্রে জাহিদ জাবের যেমন বেশ সচেতন থাকেন ঠিক তেমনি নাটক নির্মানের ক্ষেত্রেও তিনি বেশ মনোযোগী থাকেন। সে ধারাবাহিকথায় এবার জাহিদ জাবের প্রথম বারের মতো হাসান আল মামুন, আবু হানিফ, রাজিবকে নিয়ে নির্মাণ করেছেন স্বল্পদের্ঘ্য নাটক “পরিতাপ”। এরই মধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
নাটকটি নির্মাণ প্রসঙ্গে জাহিদ জাবের বলেন, ‘বেশ কিছুদিন বিরতি শেষে স্বল্পদৈর্ঘ্য নাটক নির্মাণ করেছি। যাঁরা এই নাটকে অভিনয় করেছেন তাদের প্রত্যেকেই ভীষণ আন্তরিক।প্রচণ্ড গরমের মধ্যে রোজা রেখে তাঁরা সত্যিই ভীষণ কষ্ট করে শুটিং করেছেন। হাসান আল মামুন, আবু হানিফ, রাজিব সত্যিই অসাধারণ অভিনয় করেছেন। যদিও বা রাজিব ছোট্র একটি চরিত্রে অভিনয় করেছে; কিন্তু তাতেই দর্শককে মুগ্ধ করার মতোই অভিনয় করেছে। হাসান আল মামুন এবং আবু হানিফকে দর্শক একেবারেই ভিন্নভাবে দেখবেন এ নাটকে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’
জাহিদ জাবের জানান, ঈদের পূর্ব মুহুর্তে স্বাধীন বাংলা নি্উজ টিভি চ্যানেলে প্রচার হবে স্বল্পদৈর্ঘ্য নাটকটি।
Leave A Reply