সরিষাবাড়িতে পা দিয়ে এসএসসি পরিক্ষা দেয়া সিয়ামের পড়াশুনার দায়িত্ব নিলেন ওসি মুশফিকুর রহমান

 

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ

জন্ম থেকে দুই হাত বিহীন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর জিন্নাহ মিয়ার ছেলে সিয়াম মিয়া (১৫)। ছোটবেলা থেকে বাম পা দিয়ে লিখে নিজের পড়াশোনা চালিয়ে আসছে সিয়াম। অভাবের সংসারে চতুর্থ শ্রেণিতে থাকা অবস্থায় একবার পড়াশোনা বন্ধ হয়েও গিয়েছিল তার। অভাব অনটন ও শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অদম্য ইচ্ছাশক্তির ফলে আবারও ঘুরে দাঁড়িয়েছে সিয়াম মিয়া।

তার দুই হাত ছাড়াই বাম পা দিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সিয়াম মিয়া।

সিয়ামের পা দিয়ে পরিক্ষা দেয়ার সংবাদটি  বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হলে সরিষাবাড়ী থানার মানবিক অফিসার ইনচার্জ মুশফিকুর রহমানের নজরে আসে। এরই প্রেক্ষিতে শনিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে শারীরিক প্রতিবন্ধী সিয়াম মিয়ার বাড়িতে গিয়ে সিয়ামসহ তার বাবা জিন্নাহ মিয়া ও মাতা জোসনা বেগমের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং সিয়ামের পড়াশুনার খরচের সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

ওসির এমন মানবিকতার প্রতিশ্রুতি পেয়ে খুশিতে কান্নায় ভেঙ্গে পড়েন সিয়ামের বাবা-মা। এ সময় সরিষাবাড়ী থানার এস আই মাহমুদুল হাসানসহ সিয়ামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.