- কিশোরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬৯ শতাংশ জমি উদ্ধার - November 7, 2024
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি - November 7, 2024
- ৭নভেম্বার ঐতিহাসিক মহাবিপ্লবের নাম - November 7, 2024
গাইবান্ধা থেকে লিটন মিয়া লাকু
সুন্দরগঞ্জ উপজেলায় গরীব অসহায় দুঃস্থ ব্যক্তিদের জটিল ও কঠিন রোগসহ বিভিন্ন আপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সরদার মহসিন মেডিকেল সেন্টারের উদ্যোগে সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামজীবন ইউপি সদস্য আব্দুস ছালাম বসুনিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, থানা অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সরদার মহসিন মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক জুলফিকার আলী সরদার চন্দন, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক হাফিজা বেগম কাকলী, জাপা নেতা শফিকুল ইসলাম বাদশা প্রমুখ। পরে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করেন অতিথিবৃন্দ। সরদার মহসিন মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের আর্থয়নে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার কমপক্ষে ৭০০ জন গরীব অসহায় দুঃস্থ ব্যক্তিদের জটিল ও কঠিন রোগসহ বিভিন্ন আপারেশনের জন্য জন প্রতি ১ হাজার ৫০০ হতে ৩ হাজার টাকা করে মোট প্রায় ১৪ লাখ টাকা বিতরণ অব্যাহত রয়েছে। উপজেলার মাঠেরহাট, পাচঁপীর, মজুমদার, ডোমেরহাট ও সুন্দরগঞ্জ এলাকায় অসহায়দের মাঝে অর্থ বিতরণ করা হবে ।