মধুপুরে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

0

ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে ‘শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও’- এই শ্লোগান নিয়ে ৭ দফা দাবি ও বিড়ি শিল্প রক্ষার্থে আঞ্চলিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার (১৩ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুরের দৈনিক বাজার চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক এবং শ্রমিক ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় বক্তারা বিড়িশিল্পকে কুটির শিল্প ঘোষনা, আরোপিত শুল্ককর প্রত্যাহার, বিড়ি ভোক্তার উপর থেকে বিমাতাসুলভ আচরণ বন্ধ, পক্ষপাতিত্ব মুলক শুল্কনীতি বন্ধ করাসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান।

Leave A Reply