কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

0
আবু হানিফ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজে  আজ সন্ধায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমি কতৃক আয়োজিত “শহীদ সৈয়দ নজরুল ইসলাম সাংস্কৃতিক উৎসব ২০১৯ ইং” অনুষ্ঠিত হয়েছে৷
 অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও সাবেক প্রয়াত জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি ,মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ- ১ আসন।
 অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন জনাব সারোয়ার মুর্শেদ চৌধরী, জেলা প্রশাসক কিশোরগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহ্ জাহান, অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিচালক বিসিবি,মাশকুরুর রহমান খালেদ পিবিএম (বার) পুলিশ সুপার কিশোরগঞ্জ৷ প্রফেসর ইমান আলী অধ্যক্ষ গুরুদয়াল সরকারি কলেজ, মাহমুদ পারভেজ মেয়র কিশোরগঞ্জ পৌরসভা প্রমূখ৷
এছাড়াও বিভিন্ন স্তরের নেতা কর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
Leave A Reply