যান্ত্রিক ত্রুটির কারনে, দিনাজপুরের মধ্যপাড়া খনিতে ১৮দিন ধরে পাথর উত্তোলন বন্ধ

0

আল হেলাল চৌধুরী ফুলবাড়ী,দিনাজপুর

দেশের একমাত্র দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিতে যান্ত্রিক ত্রুটির কারনে ১৮দিন ধরে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। কবে নাগাত পাথর উত্তোলন শুরু হবে তার নিদৃষ্ট সময় বলতে পারেছেনা কর্তৃপক্ষ। এদিকে খনির ইয়ার্ডে পর্যাপ্ত পাথরের মজুত থাকলেও বিক্রয় তুলনা মুলক কম দাবী কর্তৃপক্ষের। খনির ভ-ুগর্ভে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত উল্ডিং মেশিনের গিয়ার বক্সের পেনিয়াম ভেঙ্গে যাওয়ার কারনে গত ৩ এপ্রিল রাত থেকে খনির পাথর উত্তোলন কাজ বন্ধ রয়েছে। এদিকে বেশ কিছুদিন ধরে পাথর বিক্রিতে ভাটা পরেছে,সে কারনে বর্তমানে খনির ইয়ার্ডে বিভিন্ন সাইজের প্রায় ৬ লক্ষ্য টন পাথর মজুদ গড়ে উঠেছে। খনির অফিসিয়াল কার্যক্রম যথারিতি চালু রয়েছে, খুব শিঘ্রই পাথর উত্তোলন করা সম্ভব হবে বলে জানিয়েছেন খনি কর্তৃপক্ষ।

Leave A Reply