- কিশোরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬৯ শতাংশ জমি উদ্ধার - November 7, 2024
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি - November 7, 2024
- ৭নভেম্বার ঐতিহাসিক মহাবিপ্লবের নাম - November 7, 2024
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
জেলার দুর্গাপুর উপজেলা সমাজসেবা দপ্তর আয়োজিত ২০১৮-১৯ অর্থ বছরের অতিরিক্ত বরাদ্দকৃত অর্থের আওদায় বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ বয়স্কভাতা ও শিক্ষা উপবৃত্তি চালু হয়েছে।
এ উপলক্ষে উপজেলা চত্তরে বৃগস্পতিবার বিকেলে বিভিন্ন এলাকা থেকে আগত বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ও স্কুল পড়–য়া শিক্ষার্থীদের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, ইউএনও মোহাম্মদ তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যানগন নাজমুল হাসান নীরা, পারভীন আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাছাই পুর্ব আলোচনায় উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার শিক্ষা-দীক্ষায় জাতিকে অগ্রসর করার করার লক্ষে সকল শ্রেনীর শিক্ষার্থীদের সামনে নিয়ে আসতে বদ্ধ পরিকর। প্রাপ্ত উপবৃত্তি যেন সঠিক কাজে ব্যায় করা হয় সে জন্য উপস্থিত অবিভাবকদের অনুরোধ জানান।
তোবারক হোসেন খোকন