‌   ধনবাড়ী গোপালপুর রোডের রাস্থার কাজ চলছে রুলারে বদল পাটাতরেন পিটনি দিয়ে

0

মোঃ শহিদুল্লা ধনবাড়ী (টাংগাইল) প্রতিনিধি ধনবাড়ী গোপালপুর রোডের রাস্থার কাজ চলছে রুলারে বদল পাটাতরেন পিটনি দিয়ে। প্রশানের নাকের ডগায় দেখার যেন কেউ নেই। না এটাই নিয়ম ? না অনিয়ম ? অনিয়ম হলে কি ব্যবস্থা ? নিম্ম মানের খোয়া দিয়ে খুটিয়ে চলছে রাস্থার কাজ । গত ৫ এপ্রিল সকালে দেখা যায় এমন্ দৃ্শ্য। ধনবাড়ী খাসপাড়া বুরো অফিসের সামনে থেকে তোলা ছবি ও ভিডিওতে এই দৃশ্য প্রতীয়মান। এদিকে ৫ এপ্রিল শুক্রবার হওয়ায়  উপজেলা প্রশাসনের ও ঠিকাদারের কাউকে পাওয়‍া যায়নি। কাজ করা লোকজনের সাথে কথা হলে তারা জানান রুলার পরে মারা হবে । কন্টাক্টারে বলছে তাই আমি কাজ করছি। রাস্থা চাপা তাই রুলার না মেরে পাটাতন দিয়ে পিটিয়ে খোয়াগুলো সমান করে দিচ্ছি। রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধ ভাবে নতুন ইট দেওয়ার নিয়ম থাকলেও দেখা গেছে অনেক জায়গাতেই পূরান ইট দিয়ে কাজ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে টাংগাইল জেলা প্রকৌশলি ও ধনবাড়ী প্রকৌশলি সাথে যোগাযোগ করার চেষ্ট‍া করা হলে তাদেরকে ফোনে পাওয়া যায়নি বিধায় তাদের বক্তব্য দেওয়া সম্বব হয়নি। এ ব্যাপারে ধনব‍াড়ী উপজেল‍া নির্বাহী অফিসার আরিফ‍া সিদ্দিকার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার যতদুর দেখার কথা আমি দেখব, বাদবাকি আপনারা ইঞ্জিনিয়ার (নির্বাহী প্রকৌশলী)কে জানান।

Leave A Reply