দুর্গাপুরে শেষ হলো বিজ্ঞান ও মেলা

0

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ‘‘মেধাই সম্পদ-বিঞ্জান ও প্রযুক্তি ভবিষ্যৎ’’ এই প্রতিপাদ্যে রানীখং উচ্চ বিদ্যালয়ের আয়োজনে রোববার বিকেলে শেষ হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

এ উপলক্ষে ফাদার ফিলসন মানকিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন, ইউএনও মোহাম্মদ তোফায়েল আহম্মেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শুভ্র সাংমা, একাডেমীক সুপার ভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষিকা সি. মেরী লিউবা, স্কাউটস সম্পাদক জনাব মোঃ ফজলুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শেখ হাসিনার দীক্ষা-মান সম্মত শিক্ষা, বর্তমান সরকার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার স্থাপন করছেন। ইতোমধ্যে এর সুফল শিক্ষার্থীরা ভোগ করছে বিধায় সারাদেশে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা দেয়ার জন্য সকলকে অনুরোধ জানান।

 

Leave A Reply