দুর্গাপুরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

‘‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে সোমবার জেলার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা।

এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সুসঙ্গ বিদ্যানিকেতনে স্কুলের মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আরিফা আখতার, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীরা নিজেদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেধাবী খুঁজে বের করা, তাদের লালন ও পৃষ্ঠপোষকতা প্রদানের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে অনাদরে পড়ে থাকা মেধাবী শিক্ষার্থীগন তাদের মেধার বিকাশ ঘটাতে সুযোগ পাচ্ছে। ৩টি গ্রুপে ৪টি বিষয়ে মোট ১২ জন প্রতিযোগি উপজেলায় শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে।

 

Leave A Reply