ঘরে ভাত নেই, ক্ষুধার যন্ত্রণায় মাটি খাচ্ছে শ্রীদেবীর ৬ সন্তান!

নিউজ ডেস্ক:

ঘর-বাড়ি নেই। ব্রিজের নীচে ত্রিপলের তাবুতে বাসবাস করে ভারতের কেরালার বাসিন্দা শ্রীদেবীর ছয় সন্তান। পেটে খিদে আছে, কিন্তু ঘরে খাবার নেই। খিদের যন্ত্রণায় তাই মুঠো মুঠো নোংরা মাটি খাচ্ছে তারা

দারিদ্র্যসীমার নীচে বাসবাস শ্রীদেবীর করুণ দশা দেখে চোখে পানি ধরে রাখতে পারেননি অনেকেই। খবর এনডিটিভি।

তবে নিজের ও সন্তানদের দুরবস্থার কথা জানিয়ে সরকারের কাছে চিঠি লিখতে বাধ্য হয়েছেন শ্রীদেবী। যাতে সরকার তার সন্তানদের দায়িত্ব নেয়।

মর্মান্তিক এমন খবর প্রকাশের পর কেরালার শিশু কল্যাণ কমিটি (সিডব্লিউসি) শ্রীদেবীর সন্তানদের ডেকে ডিজ্ঞাসাবাদ করে।

এরপর এক মাসের দুই শিশুসহ শ্রীদেবীকে আশ্রয় দেয়া হয় এক সরকারি স্বেচ্ছ্বাসেবী আশ্রমে। খবর জানাজানি হতেই নানা জায়গা থেকে সাহায্যের প্রতিশ্রুতি পাচ্ছেন শ্রীদেবী।

সম্প্রতি তিরুবনন্তপুরমের মেয়র কে শ্রীকুমার পুরসভার একটি অফিসে চাকরির প্রস্তাব দিয়েছেন তাকে। সন্তানদের শিক্ষার পাশাপাশি মাথাগোঁজার জন্য ফ্ল্যাটের ব্যবস্থারও আশ্বাস দেয়া হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.