- বান্দরবানে কেএনএফ-জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১১ জনের জামিন মঞ্জুর - November 21, 2024
- ফরিদগঞ্জেও বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প - November 21, 2024
- ধনবাড়ীতে বিএনপি‘র এক বিশাল জনসভা - November 20, 2024
ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
শক্তিশালী অভিবাসন তৈরিতে কাজ করছে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসিসটেন্ট (সিসিডিএ) সুইস দাতা সংস্থা এসডিসি এর অর্থায়নে হেলভেটাসের কারিগরি সহায়তায় চাঁদপুর জেলার পাঁচটি উপজেলায় চলমান সিমস পেজ- ২ প্রকল্প।
চাঁদপুরের অন্য উপজেলা গুলোর ন্যায় ফরিদগঞ্জেও বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প। ফরিদগঞ্জের পাঁচটি ইউনিয়নে বর্তমানে চলমান এই প্রকল্প। সকল ইউনিয়নের অবহিত করন সভা শেষে উপজেলা পর্যায়ে ১৯ ই নভেম্বর দুপুর একটায় ফরিদগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে স্থানীয় অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ফরিদগঞ্জ উপজেলা অবহিত করন সভা।
সভায় প্রজেক্ট অফিসার নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হানিফ সরকার। এ ছাড়াও উপজেলা পরিষদের অন্য সকল অফিসার ও সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় সুলতানা রাজিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশে প্রবাসি আয় একটি সম্ভাবনাময় খাত, এই খাতে জনসচেতনতা বৃদ্ধি করতে পারলে দেশ আরও উপকৃত হবে। ফরিদগঞ্জ যেহেতু বড় উপজেলা এখানে সিমস প্রকল্প বাস্তবায়ন করতে পারলে যুগোপযোগী হবে। তিনি উপস্থিত সবাইকে সহায়তার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি হানিফ সরকার জানান, প্রবাসিরা নানা ভাবে প্রতারিত হচ্ছে, পুলিশ এ ব্যাপারে সিমস প্রকল্পের সাথে থাকবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
এ সময় উপস্থিত ব্যাক্তিদের মধ্যে পরামর্শ বিনিময় করেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান।
এর আগে প্রজেক্টের কার্যপ্রনালী তুলে ধরেন প্রজেক্ট অফিসার নাজমুল হাসান। আইনি সহায়তা সম্পর্কে ধারনা দেন এক্সেস টু জাস্টিস আতিকুর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, ঈমাম, রাজনৈতিক ব্যাক্তি সহ গনমান্যরা পরামর্শ বিনিময় করেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.