টাঙ্গাইল প্রেসক্লাবের সংকট নিরসনে ও দাবী পূরণে উদ্যোগ চলমান

লাবু খন্দকার(বিশেষ প্রতিনিধি):

গতকাল সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের জৈষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিক জাফর আহমেদের চলমান প্রেসক্লাব বাণিজ্য ও অনিয়মের বিরুদ্ধে ও সংকট নিরসনে-দাবি পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত শেষে সকলের ঐক্যবদ্ধ ছবি তোলা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কিছু তেলবাজ ও অপ-সাংবাদিকরা।

এ বিষয়ে নির্যাতিত ও বঞ্চিত সাংবাদিকদের প্রতি বিশেষ বার্তা প্রদান করেন এনটিভির স্টাফ করেসপনডেন্ট মহব্বত হোসেন।

তার দেয়া সাংবাদিকদের প্রতি বিশেষ বার্তাটি হলো-

প্রিয় টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও জেলার কর্মরত সাংবাদিকগণ আপনারা অবগত আছেন যে, টাঙ্গাইল প্রেসক্লাবে দীর্ঘদিন ধরে চলা নানা অনিয়ম, নির্যাতিত ও বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন করে আসছিলাম।

এমতাবস্থায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সম্মানিত জৈষ্ঠ সাংবাদিকগণ চলমান সংকট নিরসনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেন এবং এ লক্ষ্যে আজ প্রেসক্লাবে একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে অতিদ্রুত যৌক্তিক দাবিগুলো পূরণে ঐক্যমত হওয়ায় আমাদের আন্দোলন কর্মসূচি আপাদত স্থগিত করা হয়েছে। শ্রদ্ধেয় জৈষ্ঠ সাংবাদিকদের এই উদ্যোগ সফল হবে বলে আশা পোষন করছি।

এ প্রক্রিয়ায় সহযোগিতা ও সমর্থনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মহব্বত হোসেন স্টাফ করেসপনডেন্ট এনটিভি

নির্যাতিত সাংবাদিক ও সুশীল সমাজ মনে করেন,
টাঙ্গাইল প্রেসক্লাবের দীর্ঘদিনের আওয়ামী দালাল সদস্য ও শিক্ষা সনদ জাল করা অন্তর্ভুক্ত সদস্য বাতিলের মধ্য দিয়ে স্বৈরাচার রোধ হবে। গণমাধ্যম হবে স্বাধীন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.