সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪জুন) বিকেলে সরিষাবাড়ি চেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ (এমপির) পক্ষে তাহার বিশ্বস্ত প্রতিনিধ এডভোকেট শহীদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মোঃ মনির উদ্দিন, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আঃ গণি, সরিষাবাড়ী আর, ডি, এম মডেল পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সরিষাবাড়ী স্পোর্টস এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল মোর্শেদ তরফদার( সোহেল), প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম এবং দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মাসুদসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ প্রমূখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সরিষাবাড়ী গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬–০ গোলে হারিয়ে ঝালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পঞ্চাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১–০ গোলে হারিয়ে চর সাতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রপি ও মেডেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ও অতিথিরা। খেলা দুটি পরিচালনা করেন– রেফারি মোঃ গুলজার হোসেন সহকারী রেফারি মোঃ জিহাদ-আল হাসান (জীদ) ও মোঃ আলমগীর হোসেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.