সরিষাবাড়ীতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ “সোনালী আঁশের সোনার দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (১৪ ফেব্রুয়ারী) সকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ  উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের উদ্যােগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল হামিদ, উপপরিচালক জাকিয়া সুলতানা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাংগীর তালুকদার, মনিটরিং অফিসার কামাল উদ্দিন, প্রধান কার্যালয় ঢাকা, সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আওরঙ্গজেব,

সার্বিক তত্ত্বাবধানে- উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রিফাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়নের পাট ও বীজ উৎপাদনকারী ১৫০ জন পাট চাষী কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাটবীজ কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপননের কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ১৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে পাটের ব্যাগ প্রদান করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.